কি ভাবে পার্সপোর্ট সাইজের ছবি বানাবেন।
ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোশপ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজও করা যায়, এবার কাজের কথা আসি আজ আমরা শিখব কিভাবে ফটোশপে যে কোন সাইজের ছবি তৈরি করা যায় এবং কিভাবে ছবির Background চেঞ্জ করা যায় তার নিয়ম, উদাহরণ হিসাবে প্রথমে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি এবং Background চেঞ্জ করার নিয়ম শিখব, চলুন শুরু করা যাক,